জুরিখ, ৬ মার্চ (হি.স.): বুধবার রাতে ফিফা জানিয়েছে, এই বছর আমেরিকায় অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারীদের মোট এক বিলিয়ন ডলার পুরস্কার প্রদান করবে। এই অঙ্কটি গত পুরুষ বা মহিলা বিশ্বকাপের জন্য প্রদত্ত পুরস্কারের অর্থের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।
ব্রিটিশ স্ট্রিমিং পরিষেবা ডিএজেডএন, ১৪ জুন-১৩ জুলাই ২০২৫ অনুষ্ঠিত টুর্নামেন্টের একচেটিয়া বৈশ্বিক স্বত্ব পেয়েছে, চুক্তিটির মূল্য প্রায় এক বিলিয়ন ইউরো। ফিফা কোকা-কোলা, ব্যাংক অফ আমেরিকা, চীনা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স এবং বেলজিয়ান ব্রিউয়ার এবি ইনবেভের সঙ্গেও স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করেছে।
দেখা যাচ্ছে, ২০২২ সালের কাতারে অনুষ্ঠিত পুরুষদের বিশ্বকাপের মোট পুরস্কারের অর্থ ছিল ৪৪০ মিলিয়ন ডলার, যেখানে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২৩ সালের মহিলা বিশ্বকাপের জন্য মোট পুরস্কারের অর্থ ছিল ১১০ মিলিয়ন ডলার। এবারের ক্লাব ফুটবল বিশ্বকাপ আমেরিকার ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যার ফাইনালটি মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, এই নিউ জার্সিতে ২০২৬ বিশ্বকাপের ফাইনালও হবে।
—————