আগরতলা, ৫ মার্চ: নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযানে নেমে ৮ জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন, মোবাইল সহ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। সাথে তিনি যোগ করেন, অভিযুক্তরা আগরতলা শহরের বিভিন্ন স্কুল কলেজের সামনে নেশা সামগ্রী বিক্রয় করত।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি বলেন, আগরতলা শহরের বিভিন্ন স্কুল কলেজের সামনে নেশা পাচারকারীদের জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। গতকাল রাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন, মোবাইল সহ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি।
তিনি আরও বলেন, ধৃতরা হলেন, মানব সাহা, উসমান মিয়া, সোহেল চৌধুরী, বাপী সাহা, সঞ্জয় দেবর্বমা এবং বিশাল দেব্ আজ তাদের তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।