বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত জনসভায় উপস্থিত থাকবেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা : সাংসদ রাজীব

আগরতলা, ৫ মার্চ: ত্রিপুরায় বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে ৯ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে বিশাল জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য। ওই সাংবাদিক সম্মেলনে সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন। তাঁর কটাক্ষ, ২৫ বছর জনগনের উপর অত্যাচার চালিয়ে রাজ করেছিল সিপিএম। হাস্যকর ব্যাপার আজ তারাই রাজ্যে আইনের শাসন নেই বলে দাবি করছেন।

এদিন সাংবাদিক সম্মেলনে শ্রী ভট্টাচার্য্য বলেন, গত দুইবছরে রাজ্যে বিজেপি সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে তা জনসম্মুখে তুলে ধরা হবে। আগামী ৯ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষ্যে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলাস্তরে, বুথস্তরে এবং মন্ডলস্তরে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজেরখতিয়ান জনসম্মুখে তুলে ধরা হবে। ওই আস্তাবল ময়দানের ওই জনসমাবেশে উপস্থিত থাকবেন সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা, মন্ত্রী সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। এদিন তিনি আপামর জনগণকে সমাবেশে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিন তিনি আরো বলেন, ওই জনসভার প্রচার প্রসারকে সুদৃঢ় করতে বিজেপির বিভিন্ন মহিলা মোর্চা, যুব মোর্চা এবং বিভিন্ন শাখার দলীয় কর্মী ও নেতৃত্বরা আলাদা আলাদা সাংগঠনিক বৈঠক করবে। তাছাড়া, ওই জনসমাবেশকে সাফল্যমন্ডিত করতে মন্ত্রী রতন লাল নাথের নেতৃত্ব একটি টিম গঠন করা হয়েছে।

তাঁর কথায়, রাজ্যের মহিলা, যুবক, কৃষক থেকে শুরু সমাজের অন্তিম ব্যক্তি বিজেপি সরকারের উন্নয়নমূলক সিদ্ধান্তের সুফল ভোগ করেছেন। তাছাড়া, বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই সরকার কাজ করে গেছে। আগামীদিনেও এই লক্ষ্যে কাজ করে যাবে। বিগত দিনে মহিলাদের স্বশক্তিকরণে কোনো উদ্যোগ গ্রহণ করে নি। কিন্তু বিজেপি সরকার মহিলাদের অগ্রাধিকারের বিষয়ে কাজ করেছে। রাজ্য সরকার মহিলা স্বশক্তিকরণে কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে, রাজ্য সরকারের সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ থাকবে৷ পাশাপাশি, বিজেপি সরকারের আমলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে।

তাঁর কটাক্ষ, সিপিএম দাবি করে রাজ্যে আইনের শাসন নেই। কিন্তু গত দুই বছরে বিজেপি সরকারে আমলে রাজ্যে অপারাখ দমন করা জন্য প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে। ২০২০-২৪ সাল পর্যন্ত এনডিপিএস ধারায় ২৩০৮টি মামলা নথিভক্ত হয়েছে। এই এনডিপিএস মামলায় দলের যেই কোনো ব্যক্তি হোক না কেন গ্রেফতার হয়েছে। সেখানে সরকার কোনো পক্ষপতিত করে না। হাস্যকর ব্যাপার হল, বিলোনিয়ার চার বাম নেতা কিছু দিন আগে আদালতে আত্মসমর্পণ করেছে। আসলে গত ২৫ বছর জনগনের উপর অত্যাচার করে রাজ্ করেছিল সিপিএম, বলে অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *