বুধবার দিল্লিতে জাতীয় সম্মেলনে সূচনা হবে আদর্শ মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েত কর্মসূচির

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): বুধবার দিল্লিতে জাতীয় সম্মেলনে সূচনা হবে আদর্শ মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েত কর্মসূচির। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পাইনি) জানিয়েছে এই বিষয়ে।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, “প্রশাসনের তৃণমূল স্তরে লিঙ্গ সাম্যের নীতি যথার্থভাবে কার্যকর করে তুলতে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৫ মার্চ জাতীয় সম্মেলন আদর্শ মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েত কর্মসূচি (এমডব্লুএফজিপি)-র সূচনা করতে চলেছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপনের অঙ্গ হিসেবে এই উদ্যোগ। উপস্থিত থাকবেন পঞ্চায়েতি রাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল এবং স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। এছাড়াও কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের শীর্ষ পদাধিকারীদের পাশাপাশি ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডের মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্বও থাকবে ওই অনুষ্ঠানে। গ্রামপঞ্চায়েতগুলির নির্বাচিত প্রতিনিধি সহ দেশের বিভিন্ন প্রান্তের ৩৫০জন প্রতিনিধি সশরীরে কিংবা ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রতিটি জেলায় অন্তত একটি আদর্শ মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে সরকার। গ্রামীণ ক্ষেত্রকে আরও উন্নত করে তুলে বিকশিত পঞ্চায়েতের মাধ্যমে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ এখানে অন্যতম লক্ষ্য।

এই অনুষ্ঠানে আদর্শ মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েত কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য চিহ্নিত পঞ্চায়েতগুলির নির্বাচিত প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন হবে। কাজের ক্ষেত্রে নজরদারির জন্য একটি ড্যাশবোর্ডও চালু করা হবে। মহিলা-বান্ধব গ্রাম পঞ্চায়েতগুলির প্রত্যাশিত কর্মকাণ্ড সম্পর্কে দিশা নির্দেশ দেওয়া হবে এই সম্মেলনে। দেখানো হবে দেশের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত স্তরে মহিলাদের উন্নয়ন সংক্রান্ত উদ্যোগের ওপর ভিডিও।

এই জাতীয় সম্মেলনের পর পঞ্চায়েতি রাজ মন্ত্রক আগামী ৮ মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবসে সারা দেশে মহিলা গ্রামসভার আয়োজন করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *