হায়দরাবাদ, ৪ মার্চ (হি.স.): অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির কাছেই পূর্ব গোদাবরী জেলায় নৌকাডুবি। আর সেই নৌকাডুবির জেরে মৃত্যু হয়েছে দু’জনের। সোমবার সন্ধ্যায় গোদাবরী নদীর উপরে থাকা ব্রিজ লঙ্কা নামের এক দ্বীপ থেকে নৌকা করে শহরে ফিরছিলেন ১২ জন ব্যক্তি। আচমকাই মাঝ নদীতে ঝোড়ো হাওয়া বয়ে যায়। যার ফলে যাত্রীবোঝাই নৌকাটি উল্টে যায়। আর সেই নৌকাতে থাকা ১২ জন ব্যক্তিই নদীর জলে পড়ে যান। যার মধ্যে দু’জন জলে ডুবে যান বলে জানিয়েছেন রাজামুন্দ্রি সেন্ট্রালের ডিএসপি কে রমেশ বাবু।
বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করেন ওই নৌকার মাঝিরা। কিন্তু খোঁজ পাওয়ানি যায়নি ওই দুই ব্যক্তির। গোটা বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ ডুবুরি নামিয়ে উদ্ধারকাজ চালায়। সোমবার গভীর রাতে ডুবে যাওয়া দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর, ব্রিজ লঙ্কাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।