নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ মার্চ:
কমিউনিস্টরা সমাজের মধ্যে জাতপাত,বিভাজনের মাধ্যমে রাজনীতি করার সব থেকে নিকৃষ্টতম সংস্থান। কমিউনিস্টরা যুবসমাজ এবং মহিলাদের বিনাশ করার যন্ত্র। তারা যুবাদের নিজের পায়ে কোনদিন দাঁড়াতে দেবে না। কোন মহিলাকে তার সংসার চালাতে দেবে না। কমিউনিস্ট নামের ভুতেদের ত্রিপুরায় কোন জায়গা নেই। রবিবার বিশাল মন্ডলের উদ্যোগে মন্ডল মহা অধিবেশনে এ কথা বলেন সাংসদ বিপ্লব দেব।
কমিউনিস্টদের বিরুদ্ধে ফের সুর চড়ান বিপ্লব দেব। তিনি বলেন, কমিউনিস্টরা ভুত। তাদের জন্য রাজ্যে এক ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। তারা ভারতে থেকে ভারতের সংবিধান মানে না। তারা তাদের দলের সংবিধানকে মান্যতা দিয়ে চলে। তাই কমিউনিস্টদের অক্সিজেন যোগালে চলবে না। রাজ্য থেকে কমিউনিস্টদের মুছে ফেলার জন্য দলীয় নেতৃত্বদের এগিয়ে আসার আহ্বান করলেন সাংসদ বিপ্লব।
তিনি আরো বলেন, কমিউনিস্টদের অক্সিজেন দেয় বিজেপিই কিছু কার্যকর্তা। তাদের ভুলের কারণে কমিউনিস্ট অক্সিজেন পায়। সেই ভুলও করলে চলবে না। কারণ যারা বর্তমানে বিজেপির দলীয় দায়িত্বে রয়েছেন তাদের বিশেষ খেয়াল রাখতে হবে। যারা পূর্বতন কর্মী রয়েছেন তাদেরকে অখুশি করলে চলবে না। কারণ তারা অখুশি হলেই কমিউনিস্টরা অক্সিজেন পাবে। তাই দলীয় কর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান করেন সাংসদ বিপ্লব কুমার দেব।
তিনি আরো বলেন, ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়ার পর এই প্রথম বিশালগড় বিধানসভার লক্ষ্মীবিল গ্ৰাম পঞ্চায়েতে নর্থইস্টের মধ্যে প্রথম কোন কৃত্রিম অঙ্গ তৈরীর করার কারখানা করা হবে। যেটা গোটা ত্রিপুরা বাসির কাছে এক বিশাল পাওনা। যেটা এর আগে কোন সরকার কখনো স্বপ্নেও কল্পনা করেনি।
উল্লেখ্য, দুপুর বারোটায় বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেবের বিধায়ক হিসেবে দুই বছরের উন্নয়ন মুলক কাজকর্মের তথ্য জনসমক্ষে তুলে ধরতে এবং দলীয় কর্মীদের উদ্ধুদ্ধ করতে আয়োজন করা হয় বুথ মহা সম্মেলন। এই সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান দাস,বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব,বিশালগড় মন্ডল সভাপতি তপন দাস,বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ এই বিধানসভার জেলা মন্ডল ও বুথস্তরের বিভিন্ন কার্যকর্তাগণ।