নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
২রা মার্চ ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার। দিনটি যথেষ্ট নস্টালজিক বলে বর্ণনা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
তিনি বলেন, আজকের দিনেই বিজেপি সরকার দ্বিতীয়বারের জন্য রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। অনেকেই অনেক কথা বলেছিলেন। বিজেপি সরকার আর ক্ষমতায় আসবে না। কারন বাম ও কংগ্রেস একসঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু তাদের মিলনকে মানুষ ভালো চোখে দেখেনি। বিজেপি পুনরায় ক্ষমতায় এসেছে কারণ বিজেপির উপরই মানুষ আস্থা রেখেছে। ২০২৩ সালের ৮ই মার্চ মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এদিন থেকে সামনে রেখে সরকারিভাবে এবং দলীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। থাকতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বরাও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বারের জন্য বিজেপির উপর আস্থা রাখায় রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।