রাস্তা নির্মাণে নিম্নমানের পাথরের সুড়কি ব্যবহারের অভিযোগ

উদয়পুর, ২ মার্চ : করবুক ব্লকের অধীনস্থ নিউ গোমতী ভিলেজে সিসি রাস্তা নির্মাণের কাজ চলাকালীন সময়ে অতি নিম্নমানের পাথরের সুড়কি ব্যবহারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তীর গ্রামোন্নয়ন দপ্তরের অমরপুর ডিভিশনের নির্বাহী বাস্তুকার সহ সংশ্লিষ্ট রাস্তা নির্মাণের দায়িত্বপ্রাপ্ত আরডি দপ্তরের প্রকৌশলী তথা ইমপ্লিমেন্টিং অফিসারের বিরুদ্ধে।

স্থানীয়দের থেকে জানা যায়, নির্মাণ কাজের সময় ব্যবহৃত পাথরের সুড়কি ও ডাস্টের মান অত্যন্ত নিম্নমানের, যার কারণে রাস্তার নির্মাণ কার্যক্রম চলাকালীন সময়েই রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ভিলেজবাসী এবং পুনর্বাসন কেন্দ্রের রিয়াং শরনার্থীরা এ ব্যাপারে ক্ষুব্ধ। তাদের দাবি, বাতিলযোগ্য পাথরের সুড়কি ব্যবহার করেই কংক্রিটের ঢালাইয়ের সিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা নির্মাণের পর সড়কটির স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে।

এই পরিস্থিতিতে, ইতিমধ্যেই বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গোচরে নিয়ে যাওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, গ্রামোন্নয়ন দপ্তরের অমরপুর ডিভিশনের নির্বাহী বাস্তুকার ফোনে জানান, পাথরের সুড়কির সাপ্লাইয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে যে, নিম্নমানের পাথরের জন্য পেমেন্ট করা হবে না এবং বাতিল করা পাথরের সুড়কি সরিয়ে নেওয়ার জন্য সাপ্লাইয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, বাতিল পাথরের সুড়কি এখনও রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছে।

এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে নিউ গোমতী ভিলেজের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবী করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, যাতে সিসি রাস্তার সঠিক নির্মাণ সম্পন্ন হয় এবং জনগণের স্বার্থ রক্ষা পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *