আগরতলা, ১ মার্চ: সৌরশক্তি ব্যবহার করে ধলাই জেলার গঙ্গানগর ব্লকের বাট্টা পাড়ায় এবং শম্ভুরাম পাড়ায় বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার ওই দুটি প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
স্বাধীনতার এত বছরেও যারা কোনদিন বিদ্যুতের আলো দেখেনি আজ রাজ্যের সেই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলো এবং বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিচ্ছে বর্তমান সরকার। প্রত্যন্ত এলাকা বলে সেই সমস্ত এলাকায় বিদ্যুতের লাইন ছিলনা। কিন্তু বর্তমান সরকার সেই সমস্ত গ্রামে পিএম ডিভাইন প্রকল্পের মাধ্যমে বিদ্যুতের আলো ও পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সেই মোতাবেক ধলাই জেলার গঙ্গানগর ব্লকের বাট্টা পাড়া এবং শম্ভুরাম পাড়ায় বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ ট্রেডা এই অসাধ্য সাধন করেছে। বাট্টা পাড়ার ৪৬ পরিবার এবং শম্ভুরাম পাড়ার ৩৬ পরিবারের প্রতিটি ঘরে সৌরশক্তিকে ব্যবহার করে বৈদ্যুতিক লাইট ও বিশুদ্ধ পানীয় জলের সু বন্দোবস্ত করা হয়েছে।
আজ পাড়ার রাস্তায় জ্বলেছে সৌর লাইট । আর এই সুবিধা পেয়ে এলাকার গিরিবাসীরা প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। শনিবার এই প্রকল্প দুটির উদ্বোধনের পাশাপাশি প্রত্যন্ত এই এলাকাটি পরিদর্শন করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগেকার সরকার রাজ্যের উন্নয়নে কোন কাজ করেনি। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিগত সাত বছর ধরে রাজ্যের প্রত্যেক স্থানে উন্নয়নমূলক কর্মসূচি চলছে।