নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): জন ঔষধি সপ্তাহের সূচনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। ১ মার্চ থেকে শুরু হয়ে ৭ মার্চ পর্যন্ত চলবে জন ঔষধি সপ্তাহ। জন ঔষধি সপ্তাহের সূচনাতে শনিবার সকালে নাড্ডা জন ঔষধি রথের যাত্রাও সূচনা করেন। এই বাহনগুলি (রথ) দিল্লি-এনসিআর অঞ্চলের চারপাশে ভ্রমণ করবে এবং জন ঔষধি কেন্দ্রগুলির সুবিধাগুলি সম্পর্কে জনসাধারণকে অবহিত করবে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলও উপস্থিত ছিলেন।
জে পি নাড্ডা এদিন বলেছেন, “আমাদের একটি উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে ও প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এবং ২০২৭ সালের মধ্যে আমরা ২৫ হাজার জন ঔষুধ কেন্দ্রে পৌঁছব। আমরা ৮০টি কেন্দ্র দিয়ে শুরু করেছি, এখন ১৫ হাজার কেন্দ্র রয়েছে এবং আমরা এই বছরের শেষ নাগাদ তা ২০ হাজারে উন্নীত করব এবং আমরা আগামী বছর ২৫ হাজার কেন্দ্রে পৌঁছব।”