গ্রাম, গরিব এবং কৃষকের উন্নয়নের জন্য কাজ করছে রাজ্য সরকার : মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৮ ফেব্রুয়ারী : গ্রাম, গরিব এবং কৃষকের উন্নয়নের জন্য কাজ করছে রাজ্য সরকার। আজ ধলাই জেলার গন্ডাছড়া বাজারে দ্বিতল বাজারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

অত্যাধুনিক সুবিধাযুক্ত দ্বিতল বাজারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, স্থানীয় বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ডিরেক্টর ড. ফনিভূষণ জমাতিয়া সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন, এই বাজারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫কোটি ৬৬লাখ টাকা। রাজ্য সরকার কৃষকদের সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে। তাই কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে প্রচুর সংখ্যক লোক নেওয়া হবে। সেই সঙ্গে তিনি আরো বলেন কোন জমি যেন পতিত রাখা না হয়। যদি কোন জমিতে ধান চাষ না হয় তবে অন্য ধরনের ফল বা সবজি চাষ করেন।

তাঁর কথায়, রাজ্য সরকার এমনকি কেন্দ্র সরকারও কৃষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গ্রাম গরিব এবং কৃষককে আর্থিক ভাবে উন্নত করতে পারলেই দেশের অগ্রগতি হবে। সেই সঙ্গে তিনি স্বচ্ছতার উপর অনেক গুরুত্ব দেন। নবনির্মিত বাজারটিকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এই আহবান জানান মন্ত্রী। তাছাড়া, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে এদিন স্থানীয় এলাকার দুইজন সুবিধাভোগির মধ্যে দুটি পাওয়ার টিলার তুলে দিয়েছেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *