আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : কৃষ্ণপুর বিধানসভা এলাকায় বিভিন্ন কাজকর্মে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। বিগত কয়েকদিন যাবত কৃষ্ণপুর বিধানসভা এলাকার মধ্য কৃষ্ণপুর পঞ্চায়েতের উন্নয়নের কাজের অভিযোগ কাটতে না কাটতেই আরেকটা অভিযোগ উঠে আসল। এবারে রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলছেন স্থানীয়রা।
স্থানীয় রামকৃষ্ণপুর এডিসি ভিলেজ এলাকায় রেলের রাস্তার সংযোগ করার কাজ চলছে দীর্ঘদিন যাবত। এরই অঙ্গ হিসাবে রাস্তার কাজ, ড্রেন নির্মানে কাজের গুনগতমান বজায় রাখছে না ঠিকেদার বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ ঢালাইয়ের কাজে বালির বদলে পলি এবং খের মিশ্রিত মাটি ব্যবহার করাহচ্ছে। অবিলম্বে সরকার এই বিষয়গুলি দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করুক, দাবি স্থানীয় জনগণের।

