আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : ব্রাউন সুগার সহ গ্রেফতার এক ১ নেশাকারবারি। ঘটনাটি ঘটেছে বামুটিয়ায়। লেফুঙ্গা থানার বামুটিয়া পুলিশ ফাঁড়ি নেশাবিরোধী অভিযানে ব্রাউন সুগার সহ এক কুখ্যাত নেশাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকা থেকে ওই নেশাকারবারিকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া সহ বিশাল পুলিশ বাহিনী।
সিভিল ইউনিফর্মে কাদা জমি মারিয়ে বামুটিয়ার কুখ্যাত নেশা কারবারি উত্তম বিশ্বাসকে ধাওয়া করে কব্জায় তুলতে সক্ষম হন বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া। পরবর্তী সময় এই অভিযান নিয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্পেতে বসে পুলিশ ১১.২১ গ্রাম ব্রাউন সুগার সহ নেশাকারবারি উত্তম বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে তল্লাশি চালিয়ে এই ব্রাউন সুগার উদ্ধার হয়। তার বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।