রান্নার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, অল্পেতে ভয়াবহ বিপদ থেকে রক্ষা

ধর্মনগর, ২৬ ফেব্রুয়ারি: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের হাফলং এলাকায় বুধবার একটি রান্নার গ্যাসের সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় অবশ্য বাড়িঘর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।

গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে অল্পতে রক্ষা পেলো একটি পরিবার। ঘটনা ধর্মনগরের হাফলং এলাকায়। গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। অবশ্য দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজনরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আগুন আয়ত্তে আনতে সক্ষম হন। এর ফলে ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। তবে সিলিন্ডারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনার খবরে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজনদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।