মুম্বই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বই ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল মুম্বইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতর। মঙ্গলবার ও বুধবার এই দু’দিন তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে মুম্বই ও সংলগ্ন এলাকায়। এই মর্মে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে অনেকটাই।
আইএমডি, মুম্বই মঙ্গলবার সকালে জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার মুম্বই এবং আশেপাশের অঞ্চলে তাপপ্রবাহের প্রেক্ষিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কারণ এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে বলে আশা করা হচ্ছে, যা ফেব্রুয়ারি মাসের স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।