উদয়পুর, ২৪ ফেব্রুয়ারি: আজ সকাল ৭টা নাগাদ উদয়পুরের মাতাবাড়ি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কাউন্টারে হঠাৎ করে আগুন লাগে। পথচলতি জনগণ আগুন দেখতে পেলে দ্রুত খবর দেয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পাওয়ার পর, অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।
অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, মাতাবাড়ি ভিআইপি গেইট সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কাউন্টারের ভিতরে আগুন লেগেছে এবং সেখানে আগুনের লেলিহান শিখা ছড়াচ্ছে। দমকল কর্মীরা তৎক্ষণাৎ আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। তবে, এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করা হবে বলে জানান তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো সম্ভব হয়নি, যতক্ষণ না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মীরা এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন।
এ ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।