কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): বার কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর আইজীবীরা কর্মবিরতি প্রত্যাহার করায় সোমবার বিভিন্ন আদালতের কাজ মোটামুটি স্বাভাবিকভাবেই হয়।
এর ঠিক আগে এক বৈঠকে আইনজীবীদের দাবিতে ইতিবাচক আশ্বাস দেয় বার কাউন্সিল। অ্যাডভোকেট আইনের সংশোধনীর খসড়ায় আইনজীবীদের, কাউন্সিলগুলোর যুক্তি বিবেচনায় আনা হবে। এমন আশ্বাস মেলার পরই সোমবার রাজ্য জুড়ে কর্মবিরতির প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অধিকারের দাবিতে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্ট-সহ সারা রাজ্যের আদালতের আইনজীবীরা। যার নিট ফল, কর্মবিরতি। কিন্তু সেই কর্মবিরতির সিদ্ধান্ত তুলে নেওয়া হয়।