কলকাতা: ২৪ ফেব্রুয়ারি(হি.স.) : রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় খেলায় সোমবার নিউজিল্যান্ড বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ড সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করার চেষ্টা করবে, যেখানে বাংলাদেশকে ডু অর ডাই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
এই ম্যাচে ব্ল্যাকক্যাপরা ফেভারিট হিসেবে মাঠে নামছে। তবে, বাংলাদেশ ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে জিতে কিউইদের প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ। সেই জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দল দুবার মুখোমুখি হয়েছে,উভয় দলই একবার করে জিতেছে। তবে, দুই দলের মধ্যে খেলা শেষ ৫টি ওয়ানডে’তে, নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে জয়ের রেকর্ড ধরে রেখেছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে দুটি দলের মুখোমুখি রেকর্ড:
খেলা ম্যাচ: ২
নিউজিল্যান্ড জিতেছে: ১
বাংলাদেশ জিতেছে: ১
টাই: ০
কোনও ফলাফল নেই: ০