নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির পূর্বতন আম আদমি পার্টির তীব্র সমালোচনা করলেন দিল্লির মন্ত্রী আশিষ সুদ। রেখা গুপ্তা সরকারের কী কী অগ্রাধিকার তা সোমবার তুলে ধরলেন মন্ত্রী আশিষ সুদ। একইসঙ্গে আম আদমি পার্টি (এএপি)-কে কটাক্ষ করে আশিষ বলেছেন, গত ১০ বছর ধরে জলের সমস্যা দিল্লির মানুষের কাছে ছিল দুঃস্বপ্নের মতো।
সোমবার মন্ত্রী আশিষ সুদ বলেছেন, “২৭ বছর পর ক্ষমতায় এসেছে বিজেপি। আমাদের প্রথম অগ্রাধিকার হবে, দিল্লির জনগণকে বিশুদ্ধ জল, ভালো পয়ঃনিষ্কাশন, ভালো রাস্তা, বিশুদ্ধ বাতাস প্রদান করা। গত ১০ বছর ধরে, জলের সমস্যা দিল্লির মানুষের কাছে দুঃস্বপ্নের মতো ছিল।”