নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লড়াইয়ে সামনের সারিতে থাকার জন্য প্রধানমন্ত্রী মোদী বেছে নিলেন ১০ জনকে। এই ১০ জনের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা প্রমুখ।
সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, “গতকালের মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ মতোই, আমি স্থূলতার বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে এবং খাবারে ভোজ্য তেলের ব্যবহার কমানোর বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে কিছু ব্যক্তিদের মনোনীত করতে চাই। আমি তাঁদের প্রতি ১০ জনকে মনোনয়ন করার জন্য অনুরোধ করছি, যাতে আমাদের আন্দোলন আরও বড় হয়!”
প্রধানমন্ত্রী মনোনীত এই ১০ জন হলেন, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা, নিরাহুয়া হিন্দুস্তানী, মনু ভাকের, মীরাবাঈ চানু, মোহন লাল, নন্দন নিলেকানি, অভিনেতা আর মাধবন, সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল ও সুধা মূর্তি।