নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি:
প্রজাপিতা ব্রহ্মাকুমারি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিব জয়ন্তী উপলক্ষে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রবিবার। প্রজাপিতা ব্রহ্মাকুমারি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিব জয়ন্তী উপলক্ষে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আড়ালিয়াস্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারিয়া ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে রেলির সূচনা হয়। যার শুভ সূচনা করেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রজাপিতা ব্রহ্মকুমারি ঈশ্বরিয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বরা। র্যালিকে কেন্দ্র করে শান্তিপ্রিয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।