শ্রীনগর, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ভূমিধস ও তুষারপাতের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধ হওয়া জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে শুক্রবার সকাল থেকে যান চলাচল পুনরায় শুরু হয়েছে। এখন দুই দিক থেকেই যাত্রিবাহী হালকা যানবাহন চলাচল করছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সড়কে লাইট মোটর যানবাহন (এলএমভি) চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই ভারী মোটর যানবাহন (এইচএমভি)-এর চলাচলের অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে, যানজট এড়াতে শৃঙ্খলা বজায় রাখা এবং ওভারটেক না করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে।
এদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে শ্রীনগর-সোনমার্গ-গুমরী রোড, ভাদেরওয়াহ-চাম্বা রোড, মুঘল রোড এবং সিন্থান রোড-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এখনও বন্ধ রয়েছে।