আগরতলা, ২১ ফেব্রুয়ারি: পি.এম.সূর্যঘর মুফত বিজলী যোজনার মাধ্যমে নতুন যুগের সূচনা হয়েছে। আজ
ত্রিপুরা বিদ্যুৎ নিগম ও ত্রিপুরা শহুরে জীবিকা মিশনের সহযোগিতায় আগরতলা পুর নিগম কর্তৃক আয়োজিত সিটি সেন্টারস্থিত সেন্ট্রাল জোনাল অফিসে “জনসচেতনতা ও নিবন্ধীকরণ” শিবিরে অনুষ্ঠিতে একথা বলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
পাশাপাশি এদিন ৩-টি স্বসহায়ক দলকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে অর্থরাশি তুলে দেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট্রাল জোনাল চেয়ারম্যান রত্না দত্ত ও মেয়র ইন পারিষদ ও সেন্ট্রাল জোনাল সকল কর্পোরেটেরগন ও দপ্তরের আধিকারিকগন।