আগরতলা, ২১ ফেব্রুয়ারী: ত্রিপুরায় শাসক জোট শরিক তিপ্রা মথা দুর্নীতির বেড়াজালে ক্রমশ জড়িয়ে পড়ছে। দলের একাংশ কর্মীরা দূর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছেন। তাঁদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তাই দলের একনিষ্ঠ কর্মীদের দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গুরু দায়িত্ব দিয়েছেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। পাশাপাশি, একনিষ্ঠ কর্মীদেরও দূর্নীতি থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। কারণ, তিপ্রাসাদের উন্নয়নই দলের একমাত্র লক্ষ্য আবারও মনে করালেন প্রদ্যোত ।
আজ এক অডিও বার্তায় প্রদ্যোত বলেন, তিপ্রা মথা ক্রমশ দুর্নীতির বেড়াজালে জড়িয়ে পড়ছে। এই দূর্নীতির সাথে দলের একাংশ কর্মীরা যুক্ত রয়েছেন। কিন্তু আফসোসের বিষয় দিল্লিতে তিপ্রাসাদের উন্নয়নের জন্য আমি লড়াই চালিয়ে গেলেও ত্রিপুরায় এখনো পর্যন্ত দূর্নীতিবাজদের বিরুদ্ধে কাউকেই লড়াই করতে দেখতে পাচ্ছি না।
এদিন তিনি আরও বলেন, একজন ব্যক্তি জীবনে সততা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন না করলে কখনো সুখী হতে পারেন না। অর্থ কখনো মানুষকে সুখী করতে পারে না। এডিসিতে যাঁরা দূর্নীতিতে নিম্মজিত তাঁদের বিরুদ্ধে সুর চড়াতে হবে। কারণ, আাগমীদিনে দুর্নীতির কারণে তিপ্রাসাদেরই ক্ষতি হবে। চুপ থাকলে কখনো দুর্নীতি দমন করা যাবে না। দুর্নীতির বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের লড়াই আরো তেজী করতে হবে, বার্তা দিয়েছেন তিনি।
পাশাপাশি, এদিন তিনি একনিষ্ঠ কর্মীদেরও দূর্নীতি থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। কারণ, দলের একমাত্র লক্ষ্য তিপ্রাসাদের উন্নয়ন।