নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রেখা গুপ্তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, তিনি তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন, ক্যাম্পাসের রাজনীতি, রাজ্য সংস্থা, পৌর প্রশাসন এবং এখন বিধায়ক ও মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছেন। প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন, রেখা গুপ্তা দিল্লির উন্নয়নে পূর্ণ শক্তিতে কাজ করবেন।
2025-02-20