ফের উত্তাল বিধানসভা, স্লোগান তুলে ওয়াক আউট বিজেপি-র, গেটে বিক্ষোভ

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ফের উত্তাল হলো বিধানসভা। স্লোগান তুলে ওয়াক আউট করেন বিজেপির বিধায়করা। এরপরই বিধানসভার গেটে বসে পড়েন তাঁরা। চলে বিক্ষোভ।

বুধবার রাজ্যের চা-বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনে ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মুলতুবি প্রস্তাব দেয় বিজেপি। প্রস্তাব আনেন বিজেপির কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা-সহ উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক। প্রস্তাব পড়তে দিলেও বিজেপির অভিযোগ তা নিয়ে আলোচনার সুযোগ দেননি অধ্যক্ষ। তা নিয়ে আলোচনার সুযোগ না মেলায় বুধবার ফের উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *