মির্জাপুর, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের জিগনা থানার অন্তর্গত গোগাঁও–তে সোমবার সকালে এক কৃষকের দেহ গমক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ফরেনসিক দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এক পুলিশ আধিকারিক জানান, মৃত কৃষক কোলেপুর গ্রামের বাসিন্দা বাবলু বিন্দ (৩৫), তিনি প্রতিবন্ধী ছিলেন।
মৃতের বড় ভাই জানান, রবিবার সন্ধ্যায় বাবলু সেচের কাজের জন্য মাঠে যান কিন্তু বাড়ি ফিরে আসেননি। সোমবার সকালে তাঁর দেহ ক্ষেতের ওপর পড়ে ছিল। তদন্ত শুরু করেছে পুলিশ।