নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ছে উপর্যুপরি। রবিবার দিনভর ব্যাপক ভিড়ের সাক্ষী হল দিল্লির গুরুত্বপূর্ণ এই স্টেশন। অধিকাংশ যাত্রীর গন্তব্য, প্রয়াগরাজ। এবার যাত্রীদের সুবিধার্থে এগিয়ে এল রেল পুলিশ। ডিসিপি কেপিএস মালহোত্রা এদিন অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নতুন দিল্লি রেল স্টেশনে বিশাল ভিড়ের মধ্যে যাত্রীদের ট্রেনে উঠতে সহায়তা করেছেন।
ডিসিপি রেলওয়ে কেপিএস মালহোত্রা বলেছেন, “এখনও পর্যন্ত প্রয়াগরাজ স্পেশাল ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলবে এবং তারপর বন্দে ভারত চলবে। ১৬ নম্বর প্ল্যাটফর্মের পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আমাদের কাজ করব। আমাদের এখানে যথেষ্ট মোতায়েন রয়েছে।”