বারাণসী, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীতে শনিবার কাশী তামিল সঙ্গমমের তৃতীয় সংস্করণের সূচনা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। কাশী তামিল সঙ্গমমের এই বছরের থিম-মহর্ষি অগস্ত। সঙ্গমমে অংশ নিয়েছেন তামিলনাড়ুর প্রায় ১ হাজার ২০০ প্রতিনিধি।
এদের মধ্যে রয়েছেন পড়ুয়া, শিক্ষক ও লেখক। প্রথম পর্যায়ে দক্ষিণী এই রাজ্য থেকে বারাণসী এসে পৌঁছেছেন ২০০ জন অংশগ্রহণকারী। তারা প্রয়াগরাজ ও অযোধ্যাও যাবেন। সূচনার পর ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান চত্বর।