আগরতলা, ১৫ ফেব্রুয়ারি: তিপ্রাসাদের দাবি পূরণ না হলে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন তিপরা মথার নেতা হংসজয় ত্রিপুরা। তিনি এক সময় বিজেপি’র এমডিসি হয়ে এডিসি’র বিরোধী দলের নেতা ছিলেন।
আজ লংতরাইভেলি মহকুমার ছাওমনু ৪৯ কেন্দ্রের তিপরা মথা দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করা হয়েছে। এদিন ছাওমনু বাজারে দলীয় অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় শুরু হয় পথসভার কাজ।
এদিনের পথসভায় ছিলেন এমডিসি হংস কুমার ত্রিপুরা, দলের সম্পাদক জগদীশ দেববর্মা হলিউড চাকমা তরসেন ত্রিপুরা, বীরেন্দ্র কিশোর ত্রিপুরা, এবং বিহারী বৈষ্ণব ও দলের বিভিন্ন অন্যান্য নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপরা মথার নেতা হংসজয় ত্রিপুরা দাবি করেন, তিপরা মথা ছাড়া ত্রিপুরায় কোনো সরকার গঠিত হতে পারবে না। সেই জায়গায় ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তিপরা মথা মিলে সরকার গঠন করেছে। কিন্তু বিজেপি সরকার তিপ্রাসাদের দাবি পূরণে কোনো উদ্যাোগ নিচ্ছে না। তাই তাঁর হুশিয়ারি দাবি পূরণ না হলে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা হবে।