নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): রবিবার প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। সনাতন বিশ্বাস আর হিন্দু ধর্মের যে তাঁরাও অনুরাগী, তারই বার্তা দিতেই ১৬ ফেব্রুয়ারি তাঁরা কুম্ভে যাচ্ছেন বলেই জানা গিয়েছে। সফরসূচী সম্পর্কে এখনও বিশদ কিছু জানা যায়নি। এদিকে, কুম্ভের মাত্রাছাড়া যাত্রী ভিড় সামাল দিতে এবার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত রেল বোর্ডের।
অন্যদিকে, পূর্ণকুম্ভ সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে কড়া পদক্ষেপ উত্তর প্রদেশ পুলিশের। প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি-তথ্য-রিল পোস্ট করে চলেছেন নেটিজেনরা। তার মধ্যেই মেলা সম্পর্কে ভুয়ো প্রচারের অভিযোগও উঠেছে। জানা গিয়েছে, প্রয়াগরাজের কুম্ভমেলা সম্পর্কে ভুয়ো প্রচার রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার পরেই এমন ৫৩টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।