কুমারঘাট, ১২ ফেব্রুয়ারি : কুমারঘাটে দিন মজুরির কাজ করার সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গত সোমবার তাদের আটক করে কুমারঘাট থানার পুলিশ।
আটককৃতরা জানিয়েছেন, তাদের বাড়ি বাংলাদেশের সিলেটে। প্রায় ৭ মাস ধরে তারা ত্রিপুরায় রয়েছেন। তারা আরও জানান, এক দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় এসেছেন।
পুলিশ ঘটনার তদন্ত করছে এবং খতিয়ে দেখছে যে তারা অন্য কোনো অবৈধ কাজে জড়িত কিনা। এই ঘটনার পর ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।