প্রয়াগরাজ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে বুধবার ৩১-তম দিনে পড়ল মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল, ত্রিবেণী সঙ্গমে বুধবার পুণ্যস্নান করেছেন বিপুল সংখ্যক পুণ্যার্থীরা। মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে তৃতীয় অমৃত স্নান করেছেন ভক্তরা। এখনও পর্যন্ত মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেছেন ৪৬.২৫ কোটির বেশি ভক্ত।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, টানা ৪৫ দিন ধরে। মহাকুম্ভে এই নিয়ে তিনটি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে আগামী ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)। মাঘী পূর্ণিমায় অমৃত স্নান উপলক্ষ্যে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। আকাশ থেকেও চলছিল নজরদারি।