আগরতলা, ১১ ফেব্রুয়ারী: গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে বিশগড় থানার পুলিশ। বংশীবাড়ি বেলমুড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। এদিন প্রায় ২২ হাজার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বিশালগড় থানার অন্তর্গত বংশীবাড়ি বেলমুড়া এলাকায় গাঁজা চাষ করা হয়। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। এদিনের অভিযানের মোট ৬৫ জন বিশালগড় থানার পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনীর জওয়ানরা ছিলেন।
তিনি জানিয়েছেন, এদিন ২২ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে।