নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ ফেব্রুয়ারি:
আজ কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই মহতী অনুষ্ঠানটিতে উত্তর জেলা ও উনকোটি জেলার মোট ৯টি স্টেশন অংশগ্রহণ করেছে। প্রথমে প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি নির্বাপক দপ্তরের জয়েন্ট ডিরেক্টর মিঠুন দাস চৌধুরী, জেলাশাসক দিলীপ কুমার চাকমা, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন চপলা দেবরায় সহ আরো অনেকেই।