ইম্ফল, ৯ ফেব্রুয়ারি : মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং অবশেষে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। গত প্রায় দুই বছর ধরে রাজ্যে চলা জাতিগত সংঘর্ষ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কারণেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই বিরোধীরা তাঁর ইস্তফার দাবি জানিয়ে আসছিলেন।
রবিবার তিনি মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। ইস্তফাপত্রে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেন, মণিপুরের হাজার বছরের ইতিহাস ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে হবে। একইসঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কথা বলেন তিনি। এছাড়াও মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বীরেন সিং।
প্রসঙ্গত, মণিপুরে গত কয়েক মাস ধরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিরোধীরা শুরু থেকেই বীরেন সিংয়ের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তিনি ইস্তফা দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
2025-02-09