লাহোর, ৯ ফেব্রুয়ারি(হি.স.): লাহোরে চলছে ত্রিদেশীয় সিরিজের লড়াই। লাহোরে শনিবার উদ্বোধনী লড়াইয়ের শুরুতেই বাজিমাত করেছে নিউজিল্যান্ড। স্বাগতিক পাকিস্তানকে প্রথম ম্যাচে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। প্রথম ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৭.৫ ওভারে ২৫২ রানে থামে পাকিস্তান।
টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস তাঁর ঝোড়ো গতির ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় করা ১০৬ রানের কল্যাণেই নিউজিল্যান্ডের রান ৫০ ওভার শেষে ৩৩০ করে।
জবাব দিতে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ফখর জামান। তবে তাঁকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বাবর আজম। ফিরে যান মাত্র ১০ রান করে। ফখর এক প্রান্তে ঝোড়ো ব্যাটিংয়ে দলের সম্ভাবনা বাঁচিয়ে রাখলেও অন্য প্রান্তে উইকেট পড়েছে তাড়াতাড়ি। তবে দারুণ ব্যাট করতে থাকা ফখর দলীয় ১১৯ রানে ফিরে গেলে বড় ধাক্কা খায় পাকিস্তান। ৬৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেন এ ওপেনার।