আগরতলা, ৭ ফেব্রুয়ারী : জনকল্যাণকারী জন-হৈতেষী বাজেট পেশের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ জানিয়ে ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এক রেলির আয়োজন করা হয়েছে। এদিনের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বিজেপি কর্মী বলেন, ২০২৫ সালের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনকল্যাণমুখী বাজেট পেশ করেছে। এরজন্য কেন্দ্রীয় সব মন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাছাড়া, গত ৫ ফেব্রুয়ারী আস্তাবল ময়দানে ২৮০৬ জনকে চাকুরীর নিয়োগপত্র বিলি করা হয়েছে। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ জানান তিনি।
এদিন তিনি আরও বলেন, সংসদে সর্বভারতীয় কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ও আজকের মিছিল সংঘটিত করা হয়েছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাজেটকে নিয়ে বিরোধীরা রাজ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। ইতিমধ্যে শহরে বিরোধীরা মিছিল সংঘটিত করেছে। এর তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তিনি।