উদয়পুর, ৬ ফেব্রুয়ারি : ফের পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে উদয়পুর মহকুমায়। বৃহস্পতিবার ভোর বেলায় গর্জির লম্পরা ওয়াথপ মেলা থেকে কিছু লোক একটি মারুতি ভ্যানে (টিআর০১এএন০৪৩১) করে বাড়ি ফিরছিলেন। উদয়পুর ফুলকুমারী এলাকায় ক্যানেল চৌমুহনীতে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এই দুর্ঘটনায় গাড়ির চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম বাপি চন্দ্র দে এবং পাতাল কুমার নোয়াতিয়া।
স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করার চেষ্টা করেন। একইসাথে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দফতরে।
অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত দুজনেরই পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাদের মধ্যে বাপি চন্দ্র দে এখন অনেকটা সুস্থ, তবে পাতাল কুমার নোয়াতিয়ার দুই পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং তার চিকিৎসা চলছে।