কংগ্রেস আমলে সব কিছুতেই তোষণ ছিল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেসের কাছ থেকে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ আশা করা বড় ভুল হবে। এটি তাদের চিন্তার বাইরে এবং এটি তাদের রোডম্যাপের সঙ্গেও খাপ খায় না, কারণ পুরো দলটি শুধুমাত্র একটি পরিবারের জন্য উত্সর্গীকৃত। কংগ্রেসের মডেলে পরিবারই সর্বাগ্রে।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনে বৃহস্পতিবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “রাষ্ট্রপতির ভাষণটি ছিল অনুপ্রেরণামূলক, কার্যকরী এবং আমাদের সকলকে সামনের পথ দেখায়।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “দেশবাসী আমাদের উন্নয়নের মডেল পরীক্ষা করেছে, বুঝেছে এবং সমর্থন করেছে। আমাদের উন্নয়নের মডেল হল- ‘দেশ সর্বাগ্রে’।” প্রধানমন্ত্রীর কথায়, “কংগ্রেস আমলে সব কিছুতেই তোষণ ছিল। এটা ছিল তাদের রাজনীতি করার পদ্ধতি।” প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, “২০১৪ সালের পর, ভারত শাসনের একটি বিকল্প মডেল পেয়েছিল। এই মডেলটি তোষণের দিকে নয়, বরং সন্তুষ্টির উপর দৃষ্টি নিবদ্ধ করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *