আগরতলা, ৩১ জানুয়ারি: রাজ্যের কলেজগুলোতে বিভিন্ন বিভাগে ২০১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিপিএসসি।
আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা লিখেন, রাজ্যের মহাবিদ্যালয়গুলোতে বিভিন্ন বিভাগে ২০১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করার লক্ষ্যে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ত্রিপুরা লোকসেবা আয়োগ। ওই বিভাগগুলোতে ইচ্ছুক প্রার্থীগণ আবেদন করতে পারেন।

