নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লী, ১৩ নভেম্বর৷৷ নোট বাতিলের জের দেশজুড়ে ভুগান্তির মুখে পড়েছেন মানুষ৷ তাই বাধ্য হয়ে ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তোলার উর্দ্ধসীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক টাকা তোলার উর্দ্ধসীমা বাড়ানোর নির্দেশ সমস্ত ব্যাঙ্কগুলিকে দিয়েছে৷ নয়া নির্দেশ অনুযায়ী প্রতিদিন ব্যাঙ্ক থেকে ১০০০০ টাকা তোলার দৈনিক উর্দ্ধসীমা তুলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি প্রতি সপ্তাহে টাকা তোলার উর্দ্ধসীমাতে ২০০০০ থেকে ২৪০০০ করা হয়েছে৷ নয়া নির্দেশ অনুযায়ী প্রতিদিন এটিএম থেকে টাকা তোলার উর্দ্ধসীমাও বেড়েছে৷ ২০০০ টাকার বদলে এখন থেকে ২৫০০ টাকা করে প্রতিদিন এটিএম থেকে তোলা যাবে৷ এদিকে, বাতিল নোট দিয়ে নতুন নোট বদলের ক্ষেত্রেও উর্দ্ধসীমা বৃদ্ধি করা হয়েছে৷ আগে যেখানে হাতানাতে নোট বদলের উর্দ্ধসীমা ছিল ৪০০০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৪৫০০ টাকা৷ তাতে কেন্দ্র মনে করছে নোট বাতিলের জের গত কয়েকদিনে যে সমস্যাগুলি উঠে এসেছে এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি মিলবে দেশবাসীর৷
2016-11-14