নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। রবিবার সকালে ৭৬-তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লিতে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নীতিন গড়করি।
দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তায় নীতিন গড়করি বলেছেন, “আমরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং ভারত গণতন্ত্রের জননী। প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য হল ‘আত্মনির্ভর ভারত’ তৈরি করা, ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়া, ‘বিশ্বগুরু’ হয়ে ওঠা। আমাদের সকলের একটি অঙ্গীকার করা উচিত, দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে উন্নীত করা।”

