নবান্ন-র কাছে ঐক্যমঞ্চর ধর্নার অনুমতি হাইকোর্টের

কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): ২৩ জানুয়ারি গ্রুপ ডি ঐক্যমঞ্চের ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত দিয়ে এও জানিয়ে দেন, মন্দিরতলা বাসস্ট্যান্ডের সামনের ওই ধর্না সমাবেশে ৩০০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না।

নিজেদের দাবি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেও কাজ না হওয়ায় নবান্নের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় গ্রুপ ডি ঐক্য মঞ্চের সদস্যরা। ২৩ ও ২৪ জানুয়ারি নবান্ন বাস স্ট্যান্ডে পুলিশ তাদের ধর্নার অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় মঞ্চ।

মঞ্চের তরফে মামলা দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। সেই মামলার শুনানিতেই মঙ্গলবার ঐক্যমঞ্চকে ধর্নায় বসার অনুমতি দিল উচ্চ আদালত। বিচারপতি ঘোষ জানান, সমাবেশে ৩০০ জনের বেশি থাকতে পারবেন না।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে। ৩৯ শতাংশ বকেয়া ডিএ ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদে নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছে তারা। বকেয়া ডিএ ও শূন্যপদে নিয়োগের দাবিকে সামনে রেখে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছিল ঐক্যমঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *