ব্যাঙ্কে গিয়ে বাতিল নোট বদল করলেন রাহুল গান্ধী

rahul gandhiনয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : ব্যাঙ্কে লাইনে দাঁড়িয়ে বাতিল নোট বদল করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী| শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিটের এস বি আই ব্যাঙ্কে ৪০০০ টাকা মূল্যের পুরনো নোট বদলাতে উপস্থিত হন সোনিয়া পুত্র| রাহুলের সঙ্গে অনেকে সেলফিও তোলেন| সেই সঙ্গে এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হন রাহুল|
উপস্থিত সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমি এখানে ৪০০০ টাকা বদলাতে এসেছি| সু্যট-ৱুট পরা কেউ এখানে নেই| সবাই গরীব মানুষ এবং তাঁদের প্রত্যেকের হয়রানি হচ্ছে| কিন্তু তাতে মোদিজির কিছু এসে যায় না| আমার লোকেদের অনেক কষ্ট হচ্ছে| তাই আমি ওদের সঙ্গেই দাঁড়িয়ে রয়েছি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *