আগরতলা, ১৮ জানুয়ারি : রাতের তেলিয়ামুড়াতে ভয়ানক দুর্ঘটনায় জাতীয় সড়কে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৪ বছর বয়সি নীতিশ দেবনাথ নামে এক যুবকের। ওই ঘটনায় শংকর দেববর্মা (৩২ )নামে এক যুবক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাত আনুমানিক ১২:৩০ টা নাগাদ তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমা ঘাট টি এস আর ক্যাম্প সংলগ্ন এলাকাতে জাতীয় সড়কের ওপরে অবৈধভাবে দাঁড় করানো পাথর বোঝাই এক গাড়িতে পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে একটি বাইক। মুহূর্তের মধ্যেই বিকট আওয়াজে স্থানীয় মানুষ জড়ো হয়ে যান এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত এবং আহত দুই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিতিশ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর আহত শঙ্কর দেববর্মাকে আগরতলার জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়।
উল্লেখ্য, বিগত এক সপ্তাহের ব্যবধানে একই রকম ভাবে দুর্ঘটনার বলি হতে হয়েছে দুই যুবককে। এদিকে গত রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালককে তেলিয়ামুড়া পুলিশ গাড়ি সহ আটক করেছে । একদিকে যেমন এই দুর্ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে, পাশাপাশি জাতীয় সড়কে যত্রতত্র মালবাহী গাড়িগুলোর পার্কিং হলেও পুলিশ কেন কোন ভূমিকা পালন করে না, তা কিন্তু রীতিমতো বড়সড়ো প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।