ডোডা, ১৮ জানুয়ারি (হি.স.): রাস্তা থেকে ৫০ ফুট নীচে গড়িয়ে পড়লো অটো। জানা গেছে, শনিবার জম্মু ও কাশ্মীরে ডোডাগামী একটি অটো কোটি নালার কাছে রাস্তা থেকে গড়িয়ে প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায়। এই দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ডোডাগামী একটি অটো রাস্তা থেকে গড়িয়ে প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায়। এই দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত করা হচ্ছে।