আগরতলা, ১৫ জানুয়ারি: গোপন সূত্রের
ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে শুকনো গাঁজা, ৩০০ কৌটা হেরোইন সহ নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। সাথে দুইজনকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানান এনসিসি থানার ওসি সুশান্ত দেব।
এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে খেজুর বাগান এলাকায় লোকনাথ রায়ের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে লোকনাথ রায়ের বাড়ি থেকে শুঁকনো গাঁজা, ৩০০ কৌটা হেরোইন, নগদ ১৯ হাজার টাকা এবং একটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তির মূলে দীপঙ্কর রায় নামে আরও একজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।