নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি স.): রাজধানী দিল্লি-সহ সমগ্র উত্তর ভারত ঠান্ডায় কাঁপছে, কনকনে ঠান্ডায় কাঁবু হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডও। হিমাচল প্রদেশের পাহাড় ঢেকেছে শ্বেতশুভ্র বরফের চাদরে, লাহাউল-স্পিতি উপত্যকা ঠান্ডায় কাঁপছে, সেখানে নতুন করে আবারও তুষারপাত হয়েছে।
শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা উত্তর প্রদেশেও, অযোধ্যা, বারাণসী, প্রয়াগরাজ সর্বত্রই কনকনে ঠান্ডা। আর রাজধানী দিল্লিতে বৃহস্পতিবারও জমজমাট ঠান্ডা অনুভূত হয়েছে।