সিমলা, ৩১ ডিসেম্বর (হি.স.): নববর্ষ উদযাপনের আগে বিপুল সংখ্যায় পর্যটক সিমলা ও মানালিতে ভিড় জমিয়েছেন। জানা গেছে, বর্ষবরণের আগে সজাগ রয়েছে পুলিশও।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পর্যটকদের প্রচণ্ড ভিড়ের ফলে মানালি এবং সিমলার আশেপাশে যানজট তৈরি হয়েছে। ডালহৌসি, কসউলি এবং ধর্মশালা সহ অন্যান্য পর্যটন শহরগুলিতেও প্রচুর পর্যটকদের সমাগম ঘটেছে বলে জানা গেছে।

